ইসলামের বাণী (পর্ব-২)

২১। ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামীদিনের জন্য স্থগিত রেখো না । -হযরতআবুবকর (রাঃ)
২২। আত্মপ্রশংসাকারীর মতো আহমক নেই, আর বিদ্যার মতো পথ প্রদর্শক নেই ।
-হযরতআলী (রাঃ)
২৩। শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না, তার পক্ষে তৃপ্ত হওয়াসম্ভব না।
-হযরত ওসমান(রাঃ)
২৪। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়।বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।
-আরবী প্রবাদ)
২৫। ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না।
– আল হাদীস
২৬। পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।(আরবী প্রবাদ)
২৭। অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা ।
-হযরত আলী(রাঃ)
২৮। আমি বৃষ্টিগর্ভ বায়ুকে চালিত করে আকাশের কছে নিয়ে যাই, অত:পর আকাশ থেকে পানিবর্ষণ করি, এরপর তোমাদের তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই
-সূরা হিজর:২২
২৯। অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছেআত্মমর্যাদাবোদ।
-হযরত আলী(রাঃ)
৩০। কোন ব্যক্তি সে পযর্ন্ত মৃত্যুবরণ করবে না, যে পযর্ন্ত না তার ভাগ্যে লিখিত শেষ খাদ্যকণাটুকুআহার না করে।
– আল হাদীস

৩১। তোমরা মৃত্যু সম্পর্কে যেমন জান পশু-পাখিরা যদি তদ্রুপ জানতে পারত, তবে মানুষেরাকখনও মোটাতাজা পশু-পাখির মাংস ভক্ষণ করতে পারতে না।
-আল হাদিস
৩২। ফেরেশতারা মেঘমালা পযর্ন্ত অবতরণ করে এবং সেখানে তারা আল্লাহর নির্দেশসমূহবাস্তবায়ন করা সম্পর্কে পরস্পর আলোচনা করে। শয়তানরা এখান থেকে গোপনে এগুলো শুনেঅতীন্দ্রিয়বাদীদের কাছে পৌছে দেয় এবং তাতে নিজেদের পক্ষ থেকে কাঁড়িকাঁড়ি মিথ্যা ঢুকিয়েদেয়।
– বোখারী
৩৩। গোপনে দান-খয়রাত আল্লাহর ক্রোধকে নিবারণ করে। বান্দা গোপনে কোন কাজ করলেআল্লাহ তা গুপ্ত খাতায় লিখে রাখেন। পরে বান্দা যদি তা প্রকাশ করে, তবে আল্লাহ তাকে গোপনখাতা থেকে মুছে প্রকাশ্য খাতায় লিখেন। তারপর বান্দা যদি
তার সে কাজের কথা আরও প্রকাশ করে, আল্লাহ তার নাম প্রকাশ্য খাতা থেকে মুছেরিয়ার(লোকদেখানো) খাতায় লিখে দেন।
-আল হাদিস
৩৪।সত্য প্রত্যাখানকারীরা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলি ও পৃথিবী মিশে ছিলওতপ্রোতভাবে; অত:পর আমি উভয়কে পৃথক করে দিলাম।
– আম্বিয়া:৩০
৩৫। তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং পৃথিবী সেই একই পরিমানে।
-সূরাতারেক:১২
৩৬। মোমেন বান্দার মৃত্যুর পর কবরস্থান নিজেকে সেই মোমেনের জন্য সজ্জিত করে এবংকবরস্থানের প্রতিটি অংশই চায় যে তার মধ্যে সেই বান্দাকে দাফন করা হউক।
-আল হাদীস
৩৭। যে ব্যক্তি লজ্জা-শরমের বাঁধন ছুড়ে ফেলেছে, তার গীবত হবে না।
-আল হাদিস
৩৮। কোন ব্যভিচার ব্যতিত সত্রীদের তালাক দিও না। কেননা, যে সব নরনারী (বিয়ে করে) কেবল মজা লুটার জন্য, আল্লাহ তাদের পছন্দ করেন না।
-আল হাদিস
৩৯। মানুষের উপর এমন একটা সময় আসবে যখন তার ধর্মের ওপর প্রতিষ্টিত থাকাটা হাতেজ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন হবে।
(তিরমিযী শরীফ
৪০। সৃষ্টি জগতের সকল মানুষই আল্লাহর পরিজন স্বরূপ। তাই আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাধিকপ্রিয় যে তাঁর পরিজনদের নিকট অধিক প্রিয়।
-আল হাদীস